রাশিয়ার বিমানবাহী রণতরীতে আগুন

author-image
Harmeet
New Update
রাশিয়ার বিমানবাহী রণতরীতে আগুন

নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার একটি বিমানবাহী রণতরীতে আগুন লেগেছে। জানা গিয়েছে, অ্যাডমিরাল কুজনেতসভ নামের ফ্ল্যাগশিপ রণতরীতে আগুন লাগে। এটি বারেন্ট সাগরের মারমানস্ক বন্দর নগরীর জভিয়োজডচকা শিপইয়ার্ডে নোঙর কার ছিল।বৃহস্পতিবার জরুরি সেবার পক্ষ থেকে জানানো হয়েছে, রণতরী থেকে ২০জনকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। কেউ হতাহত হয়নি। নৌযানটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইউনাইটেড শিপবিল্ডিং করপোরেশনের প্রধান আলেক্সেই রাখমানভ বলেছেন, মেরামত কাজের সময় আগুন লাগে।