শিবের মাথায় জল ঢালতে গিয়ে পথদুর্ঘটনা

author-image
Harmeet
New Update
শিবের মাথায় জল ঢালতে গিয়ে পথদুর্ঘটনা

​সুদীপ ব্যানার্জী, কোচবিহার :জলপাইগুড়ির  জল্পেশ মন্দিরে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে পিকআপ ভ্যান উলটে মৃত্যু হল এক পুণ্যার্থীর। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ১৫ জন। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের বেঙ্গলদই এলাকায় ১৬ নম্বর রাজ্য সড়কে। জখমদের প্রথমে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ১২ জনকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুমিতা বর্মন (১৪)। মৃতা ও জখমরা সকলেই কোচবিহার সাতমাইল এলাকার বাসিন্দা। এদিন ভোর সাড়ে ৪টা নাগাদ ১৭ জন যাত্রী নিয়ে পিকআপ ভ্যানটি জল্পেশের উদ্দেশ্যে যাচ্ছিল। মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি বেঙ্গলদই এলাকায় সেতুর মুখের খুঁটিতে ধাক্কা মেরে উলটে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় মাথাভাঙ্গা থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়দের উদ্যোগে জখমদের উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই মৃত্যু হয় সুমিতা বর্মনের। এদিন তাঁর দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।