'মোদি-মমতার নাটকবাজি জমজমাট', বিস্ফোরক সুজন চক্রবর্তী

author-image
Harmeet
New Update
'মোদি-মমতার নাটকবাজি জমজমাট', বিস্ফোরক সুজন চক্রবর্তী

নিজস্ব সংবাদদাতাঃ কবিতার আকারে এবার রাজ্যের শাসক দল ও বিজেপিকে নিশানা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝাপড়ার দাবি করে বরিষ্ঠ এই বাম নেতা টুইটারে লেখেন,

'মোদি-দিদি'র বোঝাপড়াটা বুঝতে
আর কিছু বাকি থাকছে কি?

দিদি-অমিত শা,
শুভেন্দু-শা কিংবা
দিদি-মোদির
"বিস্ফোরক বাগাড়ম্বর" এর পাশাপাশি
মিটিং-সেটিং চলতেই থাকবে।।

পুঁজির কারবারিদের তৈরী করা স্ক্রিপ্টে,
আরএসএস এর নির্দেশনায়,
মোদি-মমতার নাটকবাজি জমজমাট!!'