নিজস্ব সংবাদদাতা: আগামী ২৭ ডিসেম্বর, মঙ্গলবার টেট উত্তীর্ণদের ইন্টারভিউ অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায়। প্রাথমিকের শিক্ষকপদে নিয়োগের জন্যই এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। ইন্টারভিউয়ের সময় এবং স্থান প্রার্থীকে ইমেল করে জানিয়ে দেওয়া হবে পর্ষদের তরফে। প্রাথমিক শিক্ষক নিয়োগের পোর্টাল থেকে ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীরা 'কল লেটার' ডাউনলোড করতে পারেন বলে জানিয়েছে পর্ষদ। পাশাপাশি বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, কোনও প্রার্থী ‘অযোগ্য’ হলে তাঁকে ইন্টারভিউতেই বসতে দেওয়া হবে না। এদিকে এরাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একের পর এক বেনিয়মের অভিযোগ উঠেছে অতীতে। এই আবহে ইন্টারভিউয়ের গোটা প্রক্রিয়াটির ভিডিয়োগ্রাফি করা হবে বলে জানিয়েছে পর্ষদ।