উদয়ন গুহের গ্রেফতারের দাবি তুললেন বিজেপি নেতৃত্ব

author-image
Harmeet
New Update
উদয়ন গুহের গ্রেফতারের দাবি তুললেন বিজেপি নেতৃত্ব

দেবাশিষ বিশ্বাস, কোচবিহারঃ দিনহাটার তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক উদয়ন গুহকে অবিলম্বে  গ্রেফতারের দাবি তুললেন কোচবিহার জেলা বিজেপি নেতৃত্ব। সোমবার জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করেন জেলা বিজেপির সভা নেত্রী তথা তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মালতি রাভা রায়। এদিন তিনি সাংবাদিক বৈঠক করে বলেন, তৃণমূল নেতা উদয়ন গুহ প্রকাশ্য সভায় বিজেপি কর্মীদের মারার কথা বলছেন। তিনি উস্কানিমূলক মন্তব্য করছেন কিন্তু পুলিশ প্রশাসন স্বতঃপ্রণোদিত হয়ে কোনরকম মামলা রুজু করছে না। 


পাশাপাশি করোনা বিধি নিষেধ মেনে সভা করছে সে বিষয়ে সুয়োমোটো মামলাও করছে না। যদি এখানে বিজেপি কর্মসূচি করে তাহলে তাদেরকে সঙ্গে সঙ্গে সুয়োমোটো মামলা করা হয় কিন্তু তৃণমূলের সভা-সমিতিতে সেরকম কোন কিছুই করা হচ্ছে না। উদয়ন বাবুর এই বক্তব্য এরপর বিজেপি কর্মীরা আতঙ্কিত। তাই বাধ্য হয়ে জেলার সকল বিধায়ক ও জেলা বিজেপি নেতৃত্ব উদয়ন বাবুর বিরুদ্ধে জেলার প্রতিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছি। অবিলম্বে যাতে পুলিশ প্রশাসন উদয়ন বাবুকে গ্রেপ্তার করে সেই দাবি জানাই। এদিকে, দিন দুয়েক আগে দিনহাটা ২ নম্বর ব্লকের হেদার হাট এলাকায় দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন দিনহাটা তৃণমূল নেতা উদয়ন গুহ। সেখানে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, " এখানে আমরা আপনাদের পুজো করবো এটা হয় না। 


সাবধান হয়ে যান। বিজেপির পতাকা হাতে দেখলে পরে আমাদের কর্মীরা আপনাদের আক্রমণ করে তার জন্য তৃণমূল দায়ী থাকবে না। আপনারা সাবধান হোন না হলে আগামী দিনে হেদার হাট কেনো বড় শাক দলের কোথাও আপনারা থাকবেন না। আপনারা আমাদের বাঁশ দেবেন, আর আমরা কি আপনাদের রজনীগন্ধা দেবো, আমরা তা দেবো না আমরা বাঁশঝাড় চিনি। সেখান থেকে বাঁশ কেটে আনতে হয় কিভাবে সেটা আমরা জানি। তাই সাবধান থাকুন পরিষ্কারভাবে বলছি না হলে আগামী দিনে আপনাদের কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে।"