New Update
/anm-bengali/media/post_banners/njS5WxnbQIdAE4FJeV9s.jpg)
নিজস্ব সংবাদদাতা : চারমাস পর জেলায় ফিরলেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। ইডির জেরার জন্য দিল্লি যাত্রার আগেই বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কার্যালয়ে দলীয় কর্মীকে গলা টিপে খুনের চেষ্টার অভিযোগ মামলায় ৭ দিনের পুলিশ হেফাজতে কেষ্ট। তিনি রয়েছেন দুবরাজপুর থানায়। আলাদা ঘরে রাখা হয়েছে তাকে। মঙ্গলবার সকালে স্নান করে লুচি তরকারি খেয়ে জেল থেকে বোরোন তৃণমূলের দাপুটে এই নেতা।
থানায় পৌঁছে দুপুরে খান ভাত, ডাল, পোস্তর বড়া, আলুপোস্ত। রাতে খান ৩টি রুটি, ছোলার ডাল ও বেগুন পোড়া। কেষ্টর দেখভালের দায়িত্বে রয়েছেন এক পুলিশ কর্মী। গরু পাচার মামলায় বারবার জামিনের আবেদন জানালেও খুনের চেষ্টার মামলায় এখনও জামিনের আবেদন করেননি কেষ্ট।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us