​নিজস্ব সংবাদদাতাঃ রবিবার বিশ্বকাপ জেতার পর গতকাল আর্জেন্টিনায় পৌঁছেছেন মেসিরা। সেখানে তাদেরকে ঘিরে উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছিল আর্জেন্টাইন ফুটবল ভক্তদের। ব্যান্ড বাজিয়ে প্যারেড করে তাদের স্বাগত জানানো হয়েছিল। তবে এইসবের সঙ্গে সঙ্গে এদিন জয় উদযাপনের মাঝেই ফ্রান্সের তারকা ফুটবলার কাইলিয়ান এমবাপ্পের ছবি পুড়িয়েছিল আর্জেন্টিনার সমর্থকরা। বুয়েনস আইরেসে লিওনেল স্কালোনির দলের বিজয় প্যারেডে আর্জেন্টাইন সমর্থকরা এমবাপ্পের ছবি পুড়িয়ে দেওয়ায় তীব্র সমালোচনার ঝড় ওঠে।