নিজস্ব সংবাদদাতাঃ চিন, আমেরিকায় যখন হু হু করে করোনা বাড়ছে, সেই সময় ভারতের অবস্থা কী, তা নিয়ে জরুরি বৈঠকে বসবে কেন্দ্র। বুধবার কোভিড পরিস্থিতি নিয়ে পদস্থ আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য বৈঠকে বসবেন বলে খবর। প্রসঙ্গত চিনে করোনা সংক্রমণের জেরে যখন হু হু করে সংক্রমণ বাড়ছে, সেই সময় হাসপাতালগুলোতে মৃতদেহের সংখ্যা উপচে পড়তে শুরু করেছে। সেই ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে গোটা বিশ্ব জুড়ে উদ্বেগ ছড়ায়।