বিহারকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
বিহারে গেরুয়া ঝড়, দিল্লিতে বিতরণ হল ক্ষীর
ভোটার তালিকার শুদ্ধিকরণ প্রয়োজন, বুঝিয়ে দিল বিহার, বড় বার্তা শাহর
বিহারের ফলাফলে উচ্ছ্বসিত আসাম
বঙ্গোপেক্স ২০২৫ ফিরল ছয় বছর পর! সায়েন্স সিটিতে ডাকটিকিট প্রেমীদের জমায়েত, উদ্বোধনে রাজ্যপাল
গণনায় এগোচ্ছে এনডিএ, উচ্ছ্বাসে রাস্তায় বিজেপি কর্মীরা— “মানুষ উন্নয়নকেই ভোট দিয়েছে”
বিহারে এনডিএ ঝড়! হাওড়ায় বিজেপির উল্লাসে ফেটে পড়ল রাস্তাঘাট, বিজয় মিছিল–মুখে মিষ্টি
“মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা লোক আজ পিছিয়ে,” গণনায় তেজস্বী পিছিয়ে পড়তেই কটাক্ষ অমিত মালব্যের
“হিন্দু সন্ত্রাস, গেরুয়া সন্ত্রাস— এসব বলে পাকিস্তানের সুরে কথা বলে কংগ্রেস”— কেন্দ্রীয় মন্ত্রীর বিস্ফোরক মন্তব্য

পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার ইঙ্গিত ইরান ও ইইউ’র

author-image
Harmeet
New Update
পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার ইঙ্গিত ইরান ও ইইউ’র

নিজস্ব সংবাদদাতাঃ ইরান ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর শীর্ষ পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রতিনিধিরা ইঙ্গিত দিয়েছেন, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবন করতে চেষ্টা চালিয়ে যাওয়া হবে। জর্ডানে উভয়পক্ষের বৈঠকের পর দুই পক্ষ এই ইঙ্গিত দিয়েছে। মঙ্গলবার জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বাগদাদ কনফারেন্স ফর কোঅপারেশন অ্যান্ড পার্টনারশিপ আয়োজন করেন। এই সম্মেলনের পার্শ্ববৈঠকে বসেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দোল্লাহিয়ান এবং ইইউ’র পররাষ্ট্র প্রধান যোসেফ বোরেল। এই পার্শ্ববৈঠকে আরও উপস্থিত ছিলেন পারমাণবিক আলোচনায় ইরানের শীর্ষ মধ্যস্থতাকারী আলি বাঘেরি কানি এবং ইইউ’র সমন্বয়কারী এনরিক মোরা। বৈঠকের পর বোরেল টুইটারে লিখেছেন, 'ইরান-ইইউ সম্পর্কের অবনতির কারণে এই আলোচনা ছিল প্রয়োজনীয়। বৈঠকে রাশিয়াকে সামরিক সহযোগিতা ও দেশে নিপীড়ন বন্ধে গুরুত্বারোপ করা হয়েছে।' তিনি আরও লিখেছেন, 'উভয়পক্ষ পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবনের জন্য আলোচনা চালিয়ে যেতে একমত হয়েছে।'