বাখমুত রণক্ষেত্রে জেলেনস্কি

author-image
Harmeet
New Update
বাখমুত রণক্ষেত্রে জেলেনস্কি

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পূর্বাঞ্চলীয় বাখমুত রণক্ষেত্র পরিদর্শন করেছেন। মঙ্গলবার তিনি শহরটিতে যুদ্ধরত সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি ইউক্রেনীয় সেনাদের ‘সাহস, সহনশীলতা এবং শক্তির’ জন্য ধন্যবাদ জানিয়েছেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট কার্যালয় একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা গেছে, জেলেনস্কি সেনাদের পোশাক পরে ইউক্রেনীয় সেনাদের পদক পরিয়ে দিচ্ছেন এবং পূর্ব ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত সেনাদের প্রশংসা করছেন। বাখমুতে নিজের একটি ছবি প্রকাশ করে জেলেনস্কি লিখেছেন, 'বাখমুত দুর্গ। আমাদের জনগণ। শত্ররুা দখল করতে পারেনি। সেনাদের সাহসিকতা প্রমাণ করেছে আমরা হারব না এবং আমাদের কিছুর অধিকার ছাড়ব না।' জেলেনস্কি আরও লিখেছেন, "ইউক্রেন আপনাদের জন্য গবির্ত। আমি আপনাদের জন্য গর্বিত। শত্রুর আক্রমণ প্রতিহত করতে আপনাদের সাহস, সহনশীলতা ও শক্তি প্রদর্শনের জন্য ধন্যবাদ।"