অমিত শাহের সঙ্গে ৩০ মিনিট সাক্ষাতে অভিভূত শুভেন্দু

author-image
Harmeet
New Update
অমিত শাহের সঙ্গে ৩০ মিনিট সাক্ষাতে অভিভূত শুভেন্দু

 
নিজস্ব সংবাদদাতাঃ
মঙ্গলবার অবশেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী টুইট করেন, 'মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অমিত শাহজির সঙ্গে দেখা করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। সংসদে তার কার্যালয়ে প্রায় ৩০ মিনিট ধরে আমার সাথে দেখা করার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আমরা পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি বিষয় এবং এগিয়ে যাওয়ার পথ নিয়ে আলোচনা করেছি।' এদিন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর বিরুদ্ধে পশ্চিমবঙ্গে দায়ের হওয়া সব মামলা প্রসঙ্গে এদিন অমিত শাহকে বিস্তারিত তথ্য দিয়েছেন শুভেন্দু।