নিজস্ব সংবাদদাতা: অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা আটকাতেই পুরনো ঘটনায় এফআইআর দায়ের করে তৃণমূলকে হেফাজতে নিয়েছে পুলিশ। অনুব্রতর বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করেছিলেন দুর্গাপুরের মেজে গ্রামের বাসিন্দা শিব ঠাকুর মণ্ডল নামে এক তৃণমূল কর্মী।
দলের জেলা সভাপতির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার জন্য় এবার অভিযোগকারী সেই তৃণমূল কর্মীকেই দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিল শাসক দল। তৃণমূলের বীরভূমের জেলার সহ সভাপতি মলয় মুখোপাধ্য়ায় এ কথা জানিয়েছেন। যদিও তৃণমূলের এই পদক্ষেপকে গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা। তাঁদের অভিযোগ, গোটা বিষয়টিই আসলে পূর্ব পরিকল্পিত।