আর্জেন্টিনার কাগজে-কাগজে মেসির বিশ্বজয়ের বর্ণনা

author-image
Harmeet
New Update
আর্জেন্টিনার কাগজে-কাগজে মেসির বিশ্বজয়ের বর্ণনা

নিজস্ব সংবাদদাতাঃ এ এক ঐতিহাসিক মুহুর্ত। বিগত কয়েক বছরে বিশ্বকাপ ট্রফির কাছে পৌঁছেও ছুঁতে পারেনি আর্জেন্টিনা। এবার স্বপ্ন পূরণ লিওনেল মেসির সঙ্গে আপামর আর্জেন্টিনাবাসীর। বিশেষ এই ঘটনা বা মুহুর্ত তাই জায়গা পেয়েছে সে দেশের প্রতি খবরের কাগজ, পত্রিকায়। বড় বড় হরফ, চকচকে ছবি দিয়ে বর্ণনা করা হয়েছে বিশ্ব মঞ্চে আর্জেন্টিনার বিজয় গাথা।