বিয়ের আসরে হঠাৎ কি হলযে এত চমকে গেলেন বর-কনে

author-image
Harmeet
New Update
বিয়ের আসরে হঠাৎ কি হলযে এত চমকে গেলেন বর-কনে

​নিজস্ব সংবাদদাতাঃ  সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, একদম রাজকীয় পোশাকে বিয়ের আসরে হাজির হয়েছেন বর এবং কনে। লাল লেহেঙ্গায় সেজেছেন কনে। হাতে ফুলের তোড়া। পাশে রয়েছেন তাঁর সর্দারজি বর। মাথায় পাগড়ি, হাতে তরোয়াল, পরনে সাদা শেরওয়ানি। বর-বউয়ের সাজপোশাক একদম ‘পিকচার পারফেক্ট’। বেশ হাসি মুখেই এগিয়ে আসছিলেন তাঁরা। হঠাৎই চমকে গিয়ে দাঁড়িয়ে পড়লেন কনে। চোখে-মুখে হতবাক হওয়ার অভিব্যক্তি স্পষ্ট। তাঁর দেখাদেখি সামনের দিকে তাকিয়ে চমকে গিয়েছেন নতুন বরও। তাঁর মুখের অভিব্যক্তিও ছিল দেখার মতো। কিন্তু কী এমন হল যে এত চমকে গেলেন বর-কনে?  দেখা গিয়েছে, বিয়েবাড়ির ভেন্যুতে থাকা একটি পুলে পড়ে গিয়েছেন এক ক্যামেরাম্যান। বর-কনের ‘স্পেশ্যাল মোমেন্ট’ ক্যামেরায় ক্যাপচার করতে তিনি এতই মগ্ন ছিলেন যে হুঁশ ছিল না কখন একদম পুলের ধারে পৌঁছে গিয়েছেন তিনি। তারপর আর কী, একটু বেসামাল হতেই ক্যামেরা সমেত সটান জলে পড়েছেন ওই যুবক।