নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোড অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। সোমবার রুশ প্রতিরক্ষা দফতরের তরফে এমন দাবি করা হয়েছে। রাশিয়ার দাবি, দেশটির সামরিক বাহিনী ২৪ ঘণ্টার ব্যবধানে বেলগোরোড অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি চারটি এইচএআরএম অ্যান্টি রেডিয়েশন মিসাইল গুলি করে ভূপাতিত করেছে।