বিশ্বজয়ের পর জমিয়ে পেট-পুজো মেসিদের

author-image
Harmeet
New Update
বিশ্বজয়ের পর জমিয়ে পেট-পুজো মেসিদের

নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে এসেছে বহু কাঙ্ক্ষিত খেতাব। বিশ্বকাপ জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। মিশন কাতার ওয়ার্ল্ড কাপ শেষে তাই ভালোমন্দ খাওয়াই যায়। পাওলো দিবালা ইন্সটাগ্রাম স্টোরিতে আর্জেন্টিনার ফুটবলারদের ডিনারের ছবি শেয়ার করেছেন। লাভ ইমোজি দিয়ে লিখেছেন, 'রোম্যান্টিক ডিনার'।