নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের খেরসন শহরের কেন্দ্রস্থলে গোলাবর্ষণ করেছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ কিরিলো টিমোশেঙ্কো জানিয়েছেন, এই হামলায় তিন ব্যক্তি আহত হয়েছেন। সূত্রে খবর, গত মাসেই এই শহরটি থেকে পিছু হটেছিল রুশ সেনারা। আঞ্চলিক গভর্নর ইয়ারোস্লাভ ইয়ানুশেভিচ বলেছেন, 'রকেট, মর্টার এবং ট্যাংক ব্যবহার করে ৫৪টি হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে তিন জন নিহত এবং ছয় জন আহত হয়েছে।'