নিজস্ব সংবাদদাতাঃ প্রথমার্ধে যেখানে শেষ করেছিল আর্জেন্টিনা, সেখান থেকেই দ্বিতীয়ার্ধে শুরু করল তারা। মেসি এবং ডি'মারিয়া একেবারে ডানদিক দিয়ে একের পর এক আক্রমণে উঠছেন। এভাবেই তাঁরা ফরাসি রক্ষণে বারবার ধাক্কা দিচ্ছেন। গ্রিজম্যান একটি বলকে ক্লিয়ার করতে গেলে, ডি'পল সেটি পায়। এবং তিনি সরাসরি লরিসের কাছে শট মারেন।