New Update
/anm-bengali/media/post_banners/BPn3yvr9wmSZUfcg3252.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রাত পোহালেই বিশ্বকাপের ফাইনাল। আর এই ম্যাচ নিয়ে গোটা বিশ্বের ফুটবল প্রেমীদের মধ্যেই উত্তেজনা তুঙ্গে। ম্যাচটিকে অনেকেই লিওনেল মেসি বনাম কিলিয়ান এমবাপ্পের লড়াই বলে মনে করছেন। এই মেগা ফাইনালের আগে ফ্রান্সের কোচ দিদিয়ের ডেসচ্যাম্পস বলেন, 'শুধু আর্জেন্তাইনরা নয়, বহু ফরাসি মানুষও আর্জেন্তিনার হাতে বিশ্বকাপ দেখতে চাইছেন। তিনি বলেন, 'আর্জেন্তাইনরা তো বটেই, অনেক ফরাসিরাও চাইছেন যেন আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে। তবে তা যাতে না হয়, সেজন্য আমরা নিজেদের সর্বস্বটা উজাড় করে দেব।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us