নিজস্ব সংবাদদাতাঃ প্রিয় ক্লাব বার্সেলোনায় থাকতে অর্ধেক বেতনেও খেলতে রাজি হয়ে গিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু বাঁধ সাধল লা লিগার নতুন নিয়ম। সেই নিয়ম অনুযায়ী, লিওকে দলে নিতে হলে ক্লাবের যে ৫০০-৬০০ মিলিয়ন ইউরোর ঋণ রয়েছে তা ব্যালান্স করতে হতো। আর তা করতে প্লেয়ারদের বেতন ক্লাবের আয়ের প্রায় ৭০ শতাংশের নীচে নামাতে হতো। যা প্রায় সম্ভবই নয়। তাই নিয়মের কাছে হার মেনে মেসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বার্সেলোনা।