New Update
/anm-bengali/media/post_banners/m9sPQE66V9WY45ejcgdf.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়ার ওন্দায় গিয়ে ফের রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'রাজ্যে ডবল ইঞ্জিন সরকার চাই। এমন সরকার চাই যে বালি-কয়লা মাফিয়ার ওপর বুলডোজার চালাবে। মেধাযুক্ত। ঘুষমুক্ত কর্মসংস্থান চাই। বড় ডাকাত জেলে যাবেই। বাবু সোনা বলে আমি কিছু খাইনা। কয়লা, বালি থেকে গরু পাচার, মদের বোতল সব কিছু খাও তুমি। মায়েরা বোনেরা ঝাঁটা ধরুন।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us