/anm-bengali/media/post_banners/lgmo28gql1ag1ECnlfC3.jpg)
হরি ঘোষ, দুর্গাপুর: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননা, প্রতিবাদে দুর্গাপুরে বিশ্বকবির মূর্তিকে গঙ্গাজল দিয়ে স্নান করালেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। রবিবার বিকেলে বিশ্বকবির প্রয়াণ দিবসের এক্কেবারে শেষ লগ্নে দুর্গাপুরের সিটিসেন্টার বাস স্ট্যান্ডে বিশ্বকবিকে শ্রদ্ধার্ঘ জানালেন বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই সহ বিজেপি নেতৃত্ব। শহর দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টার বাস স্ট্যান্ডে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস টার্মিনাসের সামনে তৎকালীন বাম পুরবোর্ডের আমলে কবিগুরুর আবক্ষ মূর্তি বসানো হয়েছিল,কিন্তু বিতর্ক তৈরী হয়েছিল তৃণমূল পুরবোর্ড আসার পর। অভিযোগ ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তির ঠিক ওপরেই জুতোর ছবি দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত লক্ষ্মণ ঘোড়ুই,বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এইদিন বিকেলে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তির সামনে এসে তুমুল বিক্ষোভ শুরু করে দেন। বিজেপির বিক্ষোভের খবর আঁচ করতে পেরে কবিগুরুর আবক্ষ মূর্তির ওপর থেকে জুতোর বিজ্ঞাপনের ফ্লেক্স খুলে নেওয়া হয়,বন্ধ করে দেওয়া হয় আবক্ষ মূর্তির সামনে থাকা ফার্স্ট ফুড কাউন্টারের স্টল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us