নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রের পুনে জেলাতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে চারজনের। বৃহস্পতিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনে জেলার ভোর তেহশিলের নিগাদে গ্রামের কাছে গুঞ্জাওয়ানি এলাকায়। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। পুনে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিগাদে গ্রামের কয়েকজন বাসিন্দা স্থানীয় গুঞ্জাওয়ানির একটি জলাশয় থেকে মোটর পাম্পের মাধ্যমে জমিতে জল নিচ্ছিল। সেসময় আচমকা বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় চারজনের। এই বিষয়ে বিস্তারিত তথ্য জোগাড় করা হচ্ছে।