New Update
/anm-bengali/media/post_banners/9dC4yWsl5fLW1X5QXlsN.jpg)
নিজস্ব সংবাদদাতা: এস্তোনিয়ায় গ্রেফতার করা হয়েছে রাশিয়ান নাগরিক ভাদিম কোনশচেনককে। তার বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগ মঙ্গলবার একটি অভিযোগপত্র প্রকাশ করেছে। যাতে বলা হয়েছে, নভেম্বরের শেষের দিকে রাশিয়ায় মার্কিন তৈরি স্নাইপার রাইফেল গোলাবারুদের ২০ টি তথ্য পাচারের চেষ্টা করার ফলে কোনোশচেনককে গত সপ্তাহে এস্তোনিয়ায় গ্রেপ্তার করা হয়। এবার এই ঘটনারই নিন্দা প্রকাশ করেছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়েভজেনি ইভানভ। তার মতে এই গ্রেফতার অগ্রহণযোগ্য।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us