/anm-bengali/media/post_banners/64UJTJJ5IeAL3bzg1wYK.jpg)
সংবাদদাতা, লাউদোহা : নিজের বিবাহ বার্ষিকীতে দুঃস্থ মানুষদের শীতবস্ত্র দান করলেন তৃণমূলের গোগলা এলাকার অঞ্চল সভাপতি। উপহার পেয়ে দম্পতিকে আশীর্বাদ করলেন বাসিন্দারা । আড়ম্বর কোনও অনুষ্ঠান নয়, পরিবর্তে দুঃস্থদের মিষ্টি ও শীতবস্ত্র উপহার দিয়ে নিজের বিবাহ বার্ষিকী পালন করলেন গোগলা এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি গৌতম ঘোষ। গৌতম বাবু গত বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই বছর তার প্রথম বিবাহ বার্ষিকী। সাধারণত বিবাহ বার্ষিকীতে আড়ম্বর অনুষ্ঠানের রেওয়াজ লক্ষ্য করা যায় রাজনৈতিক নেতা-নেত্রীদের মধ্যে । তবে ব্যতিক্রম গৌতম বাবু। তিনি সাধারণ জীবন-যাপনে অভ্যস্ত । অঞ্চল সভাপতির দায়িত্ব পাওয়ার পরও তার জীবনে কোনও পরিবর্তন আসেনি। মানুষের আপদ-বিপদে সব সময় তিনি পাশে থাকেন বলে দলের কর্মীরা জানিয়েছেন। বুধবার সন্ধ্যায় প্রথম বিবাহ বার্ষিকীতে মাধাইপুর কোলিয়ার তৃণমূল কার্যালয়ের পাশের বস্তির ১০০ জন পুরুষ ও মহিলাকে এদিন গৌতমবাবু মিষ্টির প্যাকেট ও শীতবস্ত্র উপহার দেন। উপহার পেয়ে স্বভাবতই খুশি এলাকার বাসিন্দারা। তারা ২ হাত তুলে দম্পতিকে আশীর্বাদ দেন। ঘটনা প্রসঙ্গে গৌতম বাবু বলেন, "তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ জীবন-যাপন করেন। আমরা তার দলের সৈনিক। তার আদর্শ মেনে চলার চেষ্টা করছি মাত্র"। দলনেত্রী ও এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুপ্রেরণায় এইভাবে বিবাহ বার্ষিকী পালন করার চিন্তা বলে জানান তিনি ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us