নিজস্ব সংবাদদাতা: পদ্মাপারের ‘হাওয়া’ এখন বেশ জোরেই বয়ে চলেছে গঙ্গাপারেও। ২০২২ সালে দুই বাংলার অন্যতম চর্চিত ছবি মেজবাউর রহমান সুমন পরিচালিত ছবি ‘হাওয়া’। বহু দিন ধরে এ পার বাংলার মানুষ দেখার অপেক্ষায় ছিলেন চঞ্চল চৌধুরী অভিনীত এই ছবি। সদ্য কলকাতায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ অনেকেই দেখেছেন ‘হাওয়া’। তা-ও এক বিরাট সংখ্যক দর্শক সেই ছবি দেখার সুযোগ পাননি। তাই ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে চঞ্চলের ‘হাওয়া’।