নিজস্ব সংবাদদাতা:সিবিআই হেফাজতে লালনের মৃত্যুকাণ্ডে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সিবিআই। রাজ্য পুলিশের এফআইআরকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় সিবিআই ।এফআইআরে নাম রয়েছে ডিআইজি, এসপি, তদন্তকারী আধিকারিক সহ ৭ জনের । বিচারপতি জয় সেনগুপ্তর দৃষ্টি আকর্ষণ সিবিআইয়ের। আজই শুনানির আবেদন সিবিআইয়ের ।