নিজস্ব সংবাদদাতাঃ বার্সেলোনার জার্সি গায়ে আর খেলতে যাবে না কিংবদন্তি লিওনেল মেসিকে। মেসি ক্লাবে থাকতে চাইলেও এবং ক্লাব কর্তৃপক্ষ তাঁকে ক্লাবে রাখতে চাইলেও, লা লিগার কিছু নিয়মের কারণে তিনি থাকতে পারলেন না। আজ, রবিবার শেষবারের মতো বার্সার তরফ থেকে সাংবাদিক বৈঠকে এসেছিলেন মেসি। সেখানেই তাঁর প্রিয় ক্লাব বার্সাকে বিদায় জানানোর সময় মেসি কান্নায় ভেঙে পড়েন। ক্লাবের হয়ে নিজের অভিষেকের কথা স্মরণ করতে গিয়ে মেসি বলেন, ‘যখন আমি ক্লাবের হয়ে আমার অভিষেক করি সেটা আমার কাছে একটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার ছিল। আমি চিরকাল সেই মুহূর্তটা মনে রাখব’।