ডনেস্ক অঞ্চলের অর্ধেক রাশিয়ার নিয়ন্ত্রণে: রুশ কর্মকর্তা

author-image
Harmeet
New Update
ডনেস্ক অঞ্চলের অর্ধেক রাশিয়ার নিয়ন্ত্রণে: রুশ কর্মকর্তা

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনেস্ক অঞ্চলের অর্ধেকের বেশি ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু তুমুল লড়াইয়ের কারণে রুশ সেনাদের অগ্রগতি থমকে আছে। অঞ্চলটিতে মস্কো মনোনীত এক রুশ কর্মকর্তা এই মন্তব্য করেছেন।তথাকথিত ডনেস্ক পিপল’স রিপাবলিক হলো সেই চারটি ভূখণ্ডের একটি, যা সেপ্টেম্বরে অবৈধ গণভোট আয়োজন করে রাশিয়া নিজেদের অংশ হিসেবে ঘোষণা করেছে। অঞ্চলটিতে রুশ মনোনীত প্রশাসনের প্রশাসক ডেনিস পুশিলিন বলেন, ডনেস্ক পিপল’স রিপাবলিকের ৫০ শতাংশের কিছু বেশি ভূখণ্ড মুক্ত করা হয়েছে। তিনি বলেন, 'পরিস্থিতি এখনও কঠিন। শত্রুরা পাল্টা হামলার চেষ্টা করছে। কিন্তু আমাদের ইউনিটগুলো নিজেদের অবস্থান ধরে রেখেছে। সব সময় সামনে এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।'