নিজস্ব সংবাদদাতা: লালন শেখের মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্টের গাইডলাইন অমান্যের অভিযোগ। লালনকে যেখানে রাখা হয়েছিল, সেখানে কোনও সিসি ক্যামেরা ছিল না। 'ধৃত অভিযুক্তকে ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার নজরদারিতে রাখতে হবে'। 'জেরার সময় সিসি ক্যামেরার অডিও অন করা থাকবে'। ২০২০-তে সুপ্রিম কোর্টের পরমবীর সিং সাইনির গাইডলাইনে বলা হয়েছিল। এক্ষেত্রে সর্বোচ্চ আদালতের গাই়ডলাইন অমান্য করা হয়েছে, দাবি পুলিশের।