নিজস্ব সংবাদদাতাঃ মেলিটোপোলের নির্বাসিত মেয়র ইভান ফেডোরভ বলেন, 'শহরটিতে রুশ সেনারা পুনরায় মোতায়েন করছে। এবং সপ্তাহান্তে শহরটিতে ইউক্রেনের হামলার কারণে তারা এখন আতঙ্কিত হয়ে পড়েছে।' তিনি বলেন, 'তারা তাদের সামরিক গ্রুপগুলোকে অন্য জায়গায় নিয়ে যেতে ব্যস্ত।' ফেডোরভ ক্ষেপণাস্ত্র হামলার ফলে আহত ও নিহতদের সংখ্যা সম্পর্কে একটি তথ্য দিয়েছেন। তিনি বলেন, "কয়েকজন রুশ-ফ্যাসিবাদী নিহত এবং আহত হয়েছে।'