অলিম্পিক শেষ হওয়ার প্রাক্কালে আবেগঘন টুইট করলেন হিমা দাস

author-image
Harmeet
New Update
অলিম্পিক শেষ হওয়ার প্রাক্কালে আবেগঘন টুইট করলেন হিমা দাস

নিজস্ব সংবাদদাতাঃ টোকিও অলিম্পিক শেষ হওয়ার প্রাক্কালে অলিম্পিক এবং ভারতীয় অ্যাথলিটদের নিয়ে একটি আবেগঘন দীর্ঘ টুইট করলেন ভারতের তারকা স্প্রিন্টার হিমা দাস। টোকিও অলিম্পিকে  ভারতের পারফরম্যান্স নিয়ে তিনি কতটা গর্বিত সেটা হিমা নিজের টুইটে উল্লেখ করেছেন। সঙ্গে এও বলেছেন, একজন ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে তিনি গর্বিত বোধ করছেন। হিমা নিজের টুইটে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুকে। টুইটের শেষে হিমা লিখেছেন তিনি আশা করছেন অ্যাথলিট হিসেবে আগামী সফরে নিজের সেরাটা দেবেন’।