মেসি-ম্যাজিক আর টিমগেম- দুইয়ের যুগলবন্দিতে স্বপ্ন সাজাচ্ছে আর্জেন্টিনা

author-image
Harmeet
New Update
মেসি-ম্যাজিক আর টিমগেম- দুইয়ের যুগলবন্দিতে স্বপ্ন সাজাচ্ছে আর্জেন্টিনা

নিজস্ব সংবাদদাতাঃ লিওনেল মেসিকে আটকানোর ছক কষবে প্রতিপক্ষ। এটা ভালো করেই জানে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তাই তিনি প্ল্যান-বি, সি- সব তৈরি রাখেন। এবং পুরো টিমের মানসিকতা এমন ভাবে তৈরি করেছেন, যাতে মেসি নির্ভর না হয় তাঁর টিম। আর্জেন্টিনা সেভাবেই কিন্তু টিম গেম খেলে চলেছে। মেসি না পারলেও, ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন কোনও না কোনও ফুটবলার। শুক্রবারই যেমন মাঝরাতে ত্রাতা হয়ে গেলেন এনিলিয়ানো মার্টিনেজ। টাইব্রেকারে প্রথম দু'টি পেনাল্টি বাঁচিয়ে নায়ক হন আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজ। তিনি নেদারল্যান্ডসের ভ্যান ডাইক এবং বর্গহউসের শট বাঁচান মার্টিনেস। আর সেখানেই ম্যাচ হাতের বাইরে চলে যায় ডাচেদের। পরের তিনটি পেনাল্টিতে অবশ্য গোল করেন কুপমেইনার্স, উইঘর্স্ট, ডি জং। অন্য দিকে আর্জেন্টিনার হয়ে গোল করেন মেসি, পারেদস, মন্টিয়েল এবং লাউতারো মার্টিনেজ। একমাত্র বাইরে মারেন এনজো ফার্নান্দেজ। টাইব্রেকারে বাজিমাত করে সেমিতে পৌঁছে গেল আর্জেন্তিনা। শেষ চারের লড়াইয়ে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।