নিজস্ব সংবাদদাতাঃ হলদিয়া যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। শুক্রবার সকালে শিয়ালদহ স্টেশনের কাছে দুর্ঘটনার মুখে পড়েন তিনি। তাঁর গাড়িতে ধাক্কা লাগে একটি বাসের। বাসটি বেপরোয়া গতিতে চলছিল বলেই অভিযোগ। ইতিমধ্যেই থানায় অভিযোগ জানিয়েছেন কুণাল। কুণালের গাড়ির কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। তবে কারও কোনও ক্ষতি হয়নি। কুণাল ঘোষ জানিয়েছেন, ঘটনার পর তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন, পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে। তবে বাসের যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই ব্যবস্থা করে দিয়েছেন তিনি।