নিজস্ব সংবাদদাতাঃ টোকিও অলিম্পিকে ভারত মোট সাতটি পদক জিতেছে। এবার সেই পদক জয়ী ভারতীয় অ্যাথলিটদের প্রশংসা করে টুইট করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। কিরেণবাবু টুইটারে লিখেছেন, ‘স্বপ্ন সত্যি হয়েছে। এবার আমাদের অলিম্পিক পদক জয়ী তারকা অ্যাথলিটদের নিয়ে উল্লাসধ্বনি দেওয়া যাক’।