New Update
/anm-bengali/media/post_banners/H8Z2Yos7sn4WBFWfastK.jpg)
নিজস্ব সংবাদদাতা: পল হুয়েলানের পরিবর্তে ব্রিটনি গ্রিনারকে বন্দিদশা থেকে মুক্তি দেওয়ার প্রসঙ্গে বাইডেন সরকারের প্রতি আঙ্গুল উঠতে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে হুইলানকে মুক্ত না করার কারণ পূর্বেই জানিয়েছেন রাষ্ট্রপতি জো বাইডেন।
এবার আমেরিকার বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, পল হুয়েলানকে শীঘ্রই আমেরিকায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালানো হচ্ছে। অপরদিকে পল হুইলানের পরিবারের তরফে ব্রিটনি গ্রিনারকে স্বাগত জানানো হয়েছে বলে জানা যাচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us