বন্দি বিনিময়ে কেন বাদ পড়লেন পল হুয়েলান? জানালেন বাইডেন

author-image
Harmeet
New Update
বন্দি বিনিময়ে কেন বাদ পড়লেন পল হুয়েলান? জানালেন বাইডেন


নিজস্ব সংবাদদাতা: পল হুয়েলানের পরিবর্তে ব্রিটনি গ্রিনারকে বন্দিদশা থেকে মুক্তি দেওয়ার জন্য আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের প্রতি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বহু আমেরিকান। তবে বাইডেন জানিয়েছেন, আমেরিকার কিছুই করার ছিল না। 

Brittney Griner's Release Puts a Spotlight on Paul Whelan - The New York  Times

রাশিয়ার তরফে বিকল্প হিসাবে শুধুমাত্র ব্রিটনি গ্রিনারকেই বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্ত করার সুযোগ দেওয়া হয়েছিল। পল হুয়েলানকে বিকল্প হিসাবে দেওয়া হয়নি বলে জানিয়েছেন বাইডেন।