ব্রিটনি ভালো আছেন বলে জানিয়েছেন বাইডেন

author-image
Harmeet
New Update
ব্রিটনি ভালো আছেন বলে জানিয়েছেন বাইডেন




নিজস্ব সংবাদদাতা: বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনার। আমেরিকায় ফিরছেন তিনি। তার বিষয়ে এবার বক্তব্য রেখেছেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। 

Brittney Griner released from Russia in prisoner swap for Viktor Bout

বাইডেন জানিয়েছেন, বর্তমানে ভালো আছেন ব্রিটনি গ্রিনার। বাইডেন জানিয়েছেন, বিচারের সময় ব্রিটনি সৎ ছিলেন। এছাড়াও ব্রিটনি অপ্রয়োজনীয় ট্রমা অনুভব করেছেন বলেও জানিয়েছেন বাইডেন।