New Update
/anm-bengali/media/post_banners/6smNHYhM9qTMUrdxKfKI.jpg)
নিজস্ব সংবাদদাতা: বন্দি বিনিময়ের মাধ্যমে বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনার। ব্রিটনি গ্রিনারের পরিবর্তে আমেরিকার তরফে মুক্ত করা হয়েছে রাশিয়ান অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউটকে।
এরপরেই ব্রিটনি গ্রিনারের অর্ধাঙ্গিনী চেরেল গ্রিনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। বাইডেনের তরফে জানানো হয়েছে, বাড়ির পথেই রয়েছেন ব্রিটনি গ্রিনার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us