New Update
/anm-bengali/media/post_banners/5QUh4n2daYfm9DDyUoJy.jpg)
নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি স্পেনে ইউক্রেনের দূতাবাসে প্যাকেজের মাধ্যমে বোমা পাঠানো হয়। যা বিস্ফোরণের ফলে দূতাবাসের একজন কর্মী আহত হন। এবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বুধবার জানিয়েছেন, বিশ্ব জুড়ে ইউক্রেনের বিভিন্ন দূতাবাসে সন্দেহভাজন প্যাকেজ পাঠানো অব্যাহত রয়েছে।
তিনি জানিয়েছেন, গত দুই দিনে ইতালি, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া এবং ডেনমার্কের ইউক্রেনীয় দূতাবাস সন্দেহভাজন প্যাকেজ পাঠানো হয়েছে। কিছু প্যাকেজের মধ্যে পশুদের চোখ এবং অন্যগুলোতে অশোধিত বিস্ফোরক অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছেন দিমিত্রো কুলেবা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us