নিজস্ব সংবাদদাতাঃ ৫৮ মিনিটে এক গোল শোধ করে সুইৎজারল্যান্ডের। কর্নার থেকে সতীর্থের মাথায় লেগে বল আসে আকাঞ্জির সামনে। বাঁ-পায়ের টোকায় বল জালে জড়িয়ে দেন তিনি। ১৯৫৪ সালের পর এই প্রথম বার বিশ্বকাপের নকআউটে গোল করল সুইৎজারল্যান্ড। এর মাঝে কখনও সুইৎজারল্যান্ড নকআউটে গোলও করেনি, ম্যাচও জেতেনি।