নিজস্ব সংবাদদাতাঃ ৫১ মিনিটে রোনাল্ডোকে বসিয়ে রামোসকে খেলানোর ঝুঁকি নিয়েছিলেন পর্তুগাল কোচ। তবে কোচের আস্থার পূর্ণ মর্যাদা রামোস দিয়েছেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই তাঁর আরও একটি গোল। রামোসের জোড়া গোলে চিন্তা বাড়ল রোনাল্ডোর, পর্তুগাল এগিয়ে গেল ৩-০। তরুণ রামোসের জন্য এটা নিঃসন্দেহে দুরন্ত অভিষেক।