/anm-bengali/media/post_banners/qFX8AUnW0sw1kFGbE0PN.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ খন যতই চুলের যত্ন নি না কেন, চুলের ওপরে যা অত্যাচার করেছি সেখান থেকে আবার সুন্দর চুল ফিরে পেতে অনেকটাই সময় লাগবে। কিন্তু তা বলে তো আর পাতলা চুল নিয়ে বাইরে বেরনো যায় না! অগত্যা আবার কিছু ট্রিক আর কায়দা করে পাতলা চুলকে ঘন দেখানোর চেষ্টাকরতে হবে। আপনাদের কারও যদি এই সমস্যা হয়ে থাকে তা হলে এই ছয়টি টিপস দেখতে পারেন –
১। রাউন্ড ব্রাশ ব্যবহার করুন: চুল আঁচড়ানোর সময়ে এমনি চিরুনি ব্যবহার না করে রাউন্ড ব্রাশ ব্যবহার করুন। এতে চুলের ভল্যুম অনেকটাই বেশি মনে হয়। কাজেই চুল যদি পাতলাও হয়, তাতেও কিন্তু এভাবে চুল আঁচড়ালে মনে হবে যে আপনার চুল ঘন।
২। ব্যাক কম্বিং করুন: পাতলা চুল ঘন দেখাবার জন্য ব্যাক কম্বিং একটা খুবই পুরনো পদ্ধতি। সরু দাঁতের চিরুনি দিয়ে অল্প অল্প করে চুল ভাগ করে নিয়ে ব্যাক কম্ব করুন, অর্থাৎ এক হাতে চুলের গোছা ধরে অন্য হাত দিয়ে পেছন দিকে থেকে চিরুনি চালান।
৩। সঠিক শ্যাম্পু ব্যবহার করুন: আপনার চুল যদি পাতলাও হয়, তবুও কিন্তু তাকে ঘন দেখানোর একটা ভালো উপায় হল সঠিক শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করা। অয়েল বেসড শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার না করে ‘হেয়ার থিকনিং’ শ্যাম্পু যদি আপনি ব্যবহার করেন, তাহলে কিন্তু চুলের ভল্যুম অনেক বেশি মনে হয়।
৪। ড্রাই শ্যাম্পু লাগাতে পারেন: অনেক সময়েই শ্যাম্পু করার পরেও চুল পেতে পেতে থাকে, যার ফলে মনে হয় যে চুলে কোনও ভল্যুমই নেই। সেক্ষেত্রে আপনি ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে পারেন। তবে ড্রাই শ্যাম্পু ব্যবহার করার সময়ে খেয়াল রাখবেন যেন তাতে প্রাকৃতিক উপাদান থাকে। এতে চুলের ক্ষতি হয়না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us