ইয়াসিনের গ্লাভসে মরক্কোর ইতিহাস, টাইব্রেকারে হেরে স্পেনের বিদায়

author-image
Harmeet
New Update
ইয়াসিনের গ্লাভসে মরক্কোর ইতিহাস, টাইব্রেকারে হেরে স্পেনের বিদায়

নিজস্ব সংবাদদাতাঃ এ যেন টিকিটাকা বনাম দ্রুতগতির পাল্টা আক্রমণের লড়াই। তাতে নির্ধারিত ৯০ মিনিটে গোল পায়নি কোনও দলই। স্পেনের একের পর এক আক্রমণ মুখ থুবড়ে পড়েছে মরোক্কান ডিফেন্সের সামনে। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও হয়নি মীমাংসা। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। বিশ্বকাপের আগে থেকেই শিষ্যদের এক হাজার করে পেনাল্টি মারতে বলে দিয়েছিলেন এনরিকে। সেই হোমওয়ার্কও কাজে লাগলো না এদিন। পেনাল্টিতে তিনটি শট নিয়ে একটি গোলও করতে পারেননি সাবারিয়া, সোলে ও বুস্কেটস। ফলে টাইব্রেকারে ৩-০ গোলে জিতে নিজেদের ইতিহাসের প্রথমবারের মতো শেষ আটে মরক্কো। বিদায় ঘণ্টা বাজলো অন্যতম ফেভারিট স্পেনের।