চিনে নিন, দেশকে টোকিও অলিম্পিকে স্বর্ণ পদক এনে দেওয়া নীরজ চোপড়াকে

author-image
Harmeet
New Update
চিনে নিন, দেশকে টোকিও অলিম্পিকে স্বর্ণ পদক এনে দেওয়া নীরজ চোপড়াকে

নিজস্ব সংবাদদাতাঃ হরিয়ানার পানিপতে জন্ম ২৩ বছরের নীরজ শনিবার টোকিও অলিম্পিকে দেশকে প্রথম স্বর্ণ পদক এনে দিয়েছেন। অলিম্পিকের আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসের মতো নামী প্রতিযোগিতাতেও স্বর্ণ পদক জিতেছেন নীরজ। বিভিন্ন নামী ইভেন্টে ভারতের প্রতিনিধিত্ব করে এখনও পর্যন্ত দেশকে মোট ৬টি সোনা এবং একটি রুপো এনে দিয়েছেন ভারতীয় সেনার নায়েব-সুবেদারের পদে কর্মরত নীরজ।