New Update
/anm-bengali/media/post_banners/cs29HKcJkj3vGDQJMyLi.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার রাতে দোহার লুসাইল স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ২০২২ রাউন্ড অফ ১৬-এ পর্তুগাল সুইজারল্যান্ডের মুখোমুখি হতে চলেছে। আর এই ম্যাচে রেফারি থাকবেন সিজার রামোস। আজ এই মেক্সিকান রেফারি এই হাই-অকটেন ম্যাচের দায়িত্বে থাকবেন। রামোস একজন ৩৮ বছর বয়সী রেফারি। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, কনকাকাফ গোল্ড কাপ, অলিম্পিক গেমস, এএফসি এশিয়ান কাপ এবং মেক্সিকান প্রাইমেরা ডিভিশন ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে তার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us