New Update
/anm-bengali/media/post_banners/GeltKwW6RDGN68M1dVgW.jpg)
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার ৬ ডিসেম্বর ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি ডক্টর বিআর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী। তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিরা।
এছাড়াও ডক্টর বিআর আম্বেদকরকে সম্মান জানিয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সংসদে বিআর আম্বেদকরের ছবিতে পুষ্পদানের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি সহ নেতা-মন্ত্রীরা।
Delhi | Congress MPs, including UPA chairperson Sonia Gandhi and party chief Mallikarjun Kharge, pay tribute to Dr BR Ambedkar at the Parliament, on his death anniversary today. pic.twitter.com/U89zsD3GZl
— ANI (@ANI) December 6, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us