উদ্ধার বন্যপ্রাণীর দেহাংশ, গ্রেফতার ২

author-image
New Update
উদ্ধার বন্যপ্রাণীর দেহাংশ, গ্রেফতার ২

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার:  নাকা চেকিংয়ে উদ্ধার বন্যপ্রাণীর দেহাংশ।পুলিশ    সূত্রের পাওয়া খবর অনুযায়ী এই বন্যপ্রাণীর দেহাংশ পাচারের অভিযোগে দুই যুবকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে আলিপুরদুয়ার-১ ব্লকের মথুরা এলাকায় নাকা চেকিংয়ে ওই দুজন যুবককে গ্রেফতার করে সোনাপুর ফাঁড়ির পুলিশের অপরাধ দমন শাখা। পুলিশের অনুমান, ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া প্রাণীর দেহাংশটি গন্ডারের খড়গ। তা নিশ্চিত করতে সেই দেহাংশটি ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের নাম অনির্বাণ দাস (২৫) ও অভিজিৎ সূত্রধর (২১)। দুজনই কোচবিহার জেলার পুন্ডিবাড়ি এলাকার বাসিন্দা।