জার্মানির উচিত ইরান থেকে গ্যাস কেনা: এএফডি

author-image
Harmeet
New Update
জার্মানির উচিত ইরান থেকে গ্যাস কেনা: এএফডি

নিজস্ব সংবাদদাতাঃ দেশের জ্বালানি চাহিদা মেটাতে জার্মানির উচিত ইরান থেকে গ্যাস কেনা। এমন মন্তব্য করেছেন জার্মানির অতি রক্ষণশীল রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)-র নেতা টিনো ক্রুপাল্লা। টিনো ক্রুপাল্লা বলেন, 'এএফডি এমন পররাষ্ট্রনীতি চায় যেখানে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে।' তিনি বলেন, "আমরা যদি রুশ গ্যাসের অভাব পূরণ করতে চাই, তাহলে আমাদের প্রত্যেক সরবরাহকারীকে প্রয়োজন পড়বে। যতটা সম্ভব স্বাধীন হতে হলে আমাদের ইরান থেকে গ্যাসও কিনতে হবে।"