New Update
/anm-bengali/media/post_banners/FaW1M9liWH6yMsvJQrou.jpg)
নিজস্ব সংবাদদাতা: গুজরাটে চলছে বিধানসভা নির্বাচন। সোমবার সকালে দ্বিতীয় পর্যায়ের ভোটদান প্রক্রিয়ায় ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ভোটদানের পূর্বে তিনি সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান এবং তাদের সঙ্গে যাত্রাপথে দেখা করেন।
এবার নরেন্দ্র মোদীর 'রোড-শো' করে ভোট দিতে যাওয়াকে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "ভোটের দিন রোডশোর অনুমতি নেই তবে প্রধানমন্ত্রী মোদি এবং তার দল ভিভিআইপি, তারা যে কোনও কিছু করতে পারে এবং তাদের ক্ষমা করা হবে"।
Ahmedabad, Gujarat | Prime Minister Narendra Modi greets people on his way to Nishan Public school, Ranip to cast his vote for Gujarat Assembly elections.#GujaratElectionspic.twitter.com/vndeh2DWAX
— ANI (@ANI) December 5, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us